• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তারুণ্যের সময়কে কাজে লাগাতে হবে : চুয়েট উপাচার্য

  চুয়েট প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০১
চুয়েটে ওরিয়েন্টেশন
ওরিয়েন্টেশনে বক্তব্য রাখছেন চুয়েট উপাচার্য (ছবি : দৈনিক অধিকার)

তারুণ্যের সময়কে ভালোভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘চুয়েট দক্ষিণ-পূর্বাঞ্চলের একমাত্র প্রকৌশল বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানী ও অন্যতম শিল্প প্রধান এলাকা। মীরসরাই ও আনোয়ারা অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল এবং ঐতিহ্যবাহী চট্টগ্রাম বন্দর এ অঞ্চলে অবস্থানের কারণে প্রতিনিয়ত প্রকৌশলীদের চাহিদা রয়েছে। যেখানে চুয়েটের প্রকৌশলীরা অগ্রাধিকার পেয়ে থাকেন। এটা চুয়েটের নবীন প্রকৌশলীদের জন্য একটা চমৎকার সুযোগ ও সম্ভাবনা। তাই তোমাদের পড়াশোনার প্রতি আন্তরিক ও মনোযোগী হতে হবে। তারুণ্যের সময়কে ভালোভাবে কাজে লাগাতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রদত্ত ৩২০ কোটি এবং ৯০ কোটি টাকার পৃথক দুটি ডিপিপির আওতায় চুয়েটে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড চলমান রয়েছে। এর মধ্যে ১০০ কোটি টাকার অত্যাধুনিক ও বিশ্বমানের ল্যাবরেটরি স্থাপন ও যন্ত্রপাতি সংযোজনের কাজ চলছে। চুয়েটের বর্তমান দৃশ্যমান উন্নয়নের ধারা নবাগত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে আমি বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ে অ্যাকাডেমিক ক্যালেন্ডার সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। শৃঙ্খলার ব্যাপারে চুয়েট প্রশাসন সবসময়ই জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। তাই এক্ষেত্রে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও সমান সজাগ থাকতে হবে।’

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রবিউল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ কামরুজ্জামান এবং যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।

আরও পড়ুন : সভার ব্যাপারেই জানেন না ডাকসু নেতারা!

ওরিয়েন্টেশন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক এটিএম শাহজাহান ও মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও চলমান অগ্রগতি তুলে ধরে ‘ব্রিফ প্রেজেন্টেশন অন চুয়েট’ শীর্ষক একটি ভিডিও চিত্র উপস্থাপন করেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড