• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

এজেন্ডা নিয়ে ক্ষোভ

সভার ব্যাপারেই জানেন না ডাকসু নেতারা!

  ঢাবি প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১০
ঢাবি
ডাকসু ভবন (ছবি : সংগৃহীত)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছাড়াই নির্বাহী সভা উপলক্ষে এজেন্ডা নির্ধারণ করা হয়েছে। কিন্তু অধিকাংশ প্রতিনিধি এ ব্যাপারে কিছু জানেন না। ডাকসুর এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচিত প্রতিনিধিরা।

ডাকসুর এক নোটিশে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সম্মতিতে গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে আগামী ৮ ফেব্রুয়ারি, দুপুর ৩টায় ডাকসুর নির্বাহী সভার তারিখ নির্ধারণ করা হয়েছে।

উক্ত নির্বাহী সভার আলোচ্য বিষয় হিসেবে- পূর্ববর্তী নির্বাহী সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, বর্তমান ডাকসুর মাধ্যমে ব্যয়কৃত অর্থের অডিট সম্পন্নকরণ, অনলাইন পেমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের যাবতীয় লেনদেন পরিচালনার ব্যবস্থাকরণ, অনাবাসিক শিক্ষার্থীদের যাবতীয় লেনদেন পরিচালনার ব্যবস্থাকরণ, গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত আলোচনা, প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ‘নবীন বরণ ২০২০’ আয়োজন, ক্যাম্পাসে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে করণীয় নির্ধারণ ও বিবিধ বিষয় নির্ধারণ করা হয়।

মহান মুক্তিযুদ্ধের জীবন্ত আর্কাইভ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু। কিন্তু এবারের এজেন্ডায় মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো বিষয় না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

এ বিষয়ে ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, ‘মুজিববর্ষে বিভিন্ন ধরনের পরিকল্পনা নিয়ে ডাকসুর নির্বাহী সভার অপেক্ষায় ছিলাম। ডাকসুর এজেন্ডা ঠিক হয়, অথচ মুক্তিযুদ্ধের কোনো বিষয় এজেন্ডায় রাখা হয় না। বারবার বলা সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ নেই। প্রকৃতপক্ষে কারও রাজনৈতিক এজেন্ডাকে সামনে রেখে এটি করা হচ্ছে কিনা তা ভাববার বিষয়।’

এছাড়া এজেন্ডার বিজ্ঞপ্তি জানার সঙ্গে সঙ্গে ডাকসু সদস্য তানভীর হোসেন সৈকত তা বয়কট করেছেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনের সময় আমি বলেছিলাম শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করব। নির্বাচিত হওয়ার পর থেকে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। অথচ আমাকে এই সভা সম্পর্কে কিছুই জানানো হয়নি। শিক্ষার্থীদের জন্য অনেক পরিকল্পনা করে এই দিনটার অপেক্ষা করছিলাম। অথচ এই এজেন্ডা নির্ধারণের বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।’

তিনি আরও বলেন, ‘যে সভায় শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো কথা বলা হয় না, সেই সভা আমি মানি না। আমি এই সভা বয়কট করেছি।’

এছাড়া ডাকসুর এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সদস্য রাকিবুল হাসান সবুজ। তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। ফেসবুক থেকে কেন আমাকে ডাকসুর সিদ্ধান্ত জানতে হবে? ডাকসু সদস্য হিসেবে আমি হতাশ ও লজ্জিত।’

ডাকসু সদস্য ফরিদা পারভীন অবাক হয়ে বলেন, ‘২ ফেব্রুয়ারি এজেন্ডা স্বাক্ষর করা হয়েছে। আর আমি জানলাম ৫ ফেব্রুয়ারি। আর এই বিজ্ঞপ্তির ব্যাপারে নাম মাত্র নেতাদের জানানো হয়েছে। এই হাস্যকর ঘটনার মানে কী?’

ঘটনা সম্পর্কে জানতে আসিফ তালুকদারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি নিজেও এ সম্পর্কে অবগত নই।’

এ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে পাঠানো নির্বাহী সভার নোটিশে ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্বাক্ষর দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাকসু নেতা জানান, ডাকসু সদস্য মাহমুদুল হাসান কম্পিউটার থেকে সরাসরি এই স্বাক্ষর ব্যবহার করেছেন। তবে বিষয়টি অস্বীকার করে মাহমুদ হাসান বলেন, ‘আমি এই নোটিশ রাব্বানীর টেবিলে দিয়ে এসেছি। মঙ্গলবার তিনি এই স্বাক্ষর প্রদান করেছেন।’

কিন্তু নোটিশে দেখা যায় স্বাক্ষরে ব্যবহৃত তারিখ এবং বিজ্ঞপ্তিতে প্রদত্ত তারিখ ২ ফেব্রুয়ারির। এ ঘটনার সঙ্গে কে বা কারা সম্পৃক্ত, সে ব্যাপারে কিছুই জানা যায়নি।

আরও পড়ুন : আলোচনা ছাড়াই ডাকসুর এজেন্ডা করা হয়েছে : নুর

এ বিষয়ে গোলাম রাব্বানী বলেন, ‘আমি ডাকসুতে আসতে না পারায় আমার নির্দেশেই মাহমুদ হাসান এটা করেছে। তবে ব্যস্ততার কারণে কে কে বাদ পড়েছে সে বিষয়ে আমি লক্ষ্য করতে পারিনি। বিষয়টির জন্য আমি দুঃখিত।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড