• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

একুশে পদক পেলেন সিকৃবির সিন্ডিকেট সদস্য ড. শামসুল

  সিকৃবি প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৭
একুশে পদক
কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. শামসুল আলম (ছবি : সংগৃহীত)

২০২০ সালের একুশে পদক পুরস্কার অর্জন করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য ও বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. শামসুল আলম।

বুধবার (৫ ফেব্রুয়ারি) যুগ্মসচিব ফয়জুর রহমান ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

সিকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার এক অভিনন্দন বার্তায় বলেন, ‘অধ্যাপক ড. শামসুল আলম বাংলাদেশের কৃষি ও অর্থনীতি সেক্টরে অন্যতম সেরা গবেষক। তার একুশে পদক প্রাপ্তিতে আমরা খুব খুশি হয়েছি।’

উল্লেখ্য, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে সরকার। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন দুই লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়ে থাকে। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর ২০ গুণী ব্যক্তিকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকায় পশু হাসপাতাল নির্মাণ করা হবে : বাকৃবি উপাচার্য

এর মধ্যে গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. শামসুল আলম একুশে পদক পেলেন।

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড