• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |  
  • বেটা ভার্সন
sonargao

অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর গোপন নজরদারি

  অধিকার ডেস্ক

৩১ জানুয়ারি ২০২০, ১৮:৫৬
শিক্ষার্থীদের নজরদারি
গতিবিধির তথ্য সংগ্রহকারী অ্যাপ (ছবি : সংগৃহীত)

শিক্ষার্থীদের ওপর গোপনে নজরদারি করছে যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়। এ কাজে অ্যাপের সাহায্য নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। অভিযোগ রয়েছে, এজন্য নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ‘স্পটার’ অ্যাপ ডাউনলোডে বাধ্যও করছে তারা।

জানা যায়, অ্যাপটি স্মার্টফোনের জিপিএস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই নেটওয়ার্ক কাজে লাগিয়ে শিক্ষার্থীদের অবস্থানের তথ্য নির্দিষ্ট ঠিকানায় নিয়মিত পাঠাতে থাকে। ফলে শিক্ষার্থীরা কখন ক্লাসে আসছে, কতক্ষণ থাকছে, ক্যাম্পাসে কী করছে, সব তথ্য জানতে পারছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের বিষয়টি স্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের দাবি, নজরদারি নয়, শিক্ষার্থীদের গতিবিধি জানতেই এমনটি করা হয়েছে।

আরও পড়ুন : ব্রিটিশদের শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে : পরিকল্পনামন্ত্রী

তারা জানায়, ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের গতিবিধির তথ্য সংগ্রহ করা হয় না। শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের পাশাপাশি শ্রেণিকক্ষে উপস্থিতির তথ্য জানাতে ভূমিকা রাখছে অ্যাপটি।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড