• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সবাইকে মানুষ হিসেবে গ্রহণ করতে হবে : পরিকল্পনা মন্ত্রী

  সিকৃবি প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২০, ১৯:০২
সিকৃবিতে নবীন বরণ
সিকৃবির নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান (ছবি : দৈনিক অধিকার)

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সবাইকে মানুষ হিসেবে গ্রহণ করতে হবে। অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক, সম্পূর্ণ পৃথিবী মনস্ক মানবজাতির অংশ হিসেবে আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠবে এটাই চাওয়া।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০১৯- ২০২০ শিক্ষাবর্ষের লেভেল-১ সেমিস্টার-১ এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিঠু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মতিয়ার রহমান হাওলাদার।

এ সময় পরিকল্পনা মন্ত্রী সিকৃবি শিক্ষকদের গবেষণার বিষয়ে মনোযোগ দিতে আহ্বান করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সকল উন্নয়ন সংক্রান্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সিকৃবি উপাচার্য অধ্যাপক মতিয়ার রহমান বলেন, কৃষিবিদদের কল্যাণে বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। কৃষিতে বাংলাদেশের অগ্রগতি কেউ রোধ করতে পারবে না। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অংশগ্রহণ করতে হবে।

আরও পড়ুন : সেলফি তুলতে গিয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

নবীনবরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিকৃবি প্রক্টর ড. সোহেল মিঞা, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম সোয়েব, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. অবু সাঈদ।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড