• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেলফি তুলতে গিয়ে রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

  রাবি প্রতিনিধি

৩০ জানুয়ারি ২০২০, ১৭:৫৭
রুয়েট
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রুয়েটের ব্যাচেলর কোয়ার্টার পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মহিউদ্দিন তাজ। তিনি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও তড়িৎ প্রকৌশল (ইইই) বিভাগের ১৫ সিরিজের এবং শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেলফি তুলতে গিয়ে পুকুরে তাজের মোবাইল পড়ে যায়। এরপর মোবাইল খুঁজতে পুকুরে নামেন তাজ। অনেকক্ষণ ধরে উপরে না ওঠায় নিকটে থাকা আনসার সদস্য ও শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাজকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : খুবির ৩ শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রবিউল আওয়াল বলেন, ‘শিক্ষার্থীরা আমাকে একজন শিক্ষার্থী পুকুরে ডুবে যাওয়ার কথা জানায়। এরপর তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হয়। পরে আমি হাসপাতালে উপস্থিত হই। শিক্ষার্থীরা জানায় সেলফি তুলতে গিয়ে তার মোবাইল পুকুরে পড়ে যায়। এরপর মোবাইল খুঁজতে গিয়ে সে ডুবে যায়।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড