• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যাম্পাস সাফ করল শিক্ষার্থীরা

  জিটিসি প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ১৪:৩৪
ক্যাম্পাস পরিচ্ছন্নতা
পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা (ছবি : সংগৃহীত)

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ প্রাঙ্গণ পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাসের সদস্যরা। এই কার্যক্রমে নবীন শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল থেকে এই পরিষ্কার কার্যক্রম শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাসের স্বাপ্নিন কামাল হায়দার। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক।

এ সময় তিনি বলেন, ‘ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস, তিতুমীর কলেজের উদ্যোগে আজ আমাদের প্রিয় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল অভাবনীয়। আমাদের লক্ষ্য পরিচ্ছন্ন কলেজ ক্যাম্পাস, মানসম্মত শিক্ষা।’

স্বেচ্ছাসেবক নুর মোহাম্মদ সুমন বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতার তৃতীয় ইভেন্ট আজ সফল হলো। ক্যাম্পাস আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার স্লোগানে সবুজায়নের লক্ষ্যে একঝাঁক তিতুমীরিয়ানদের সঙ্গে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সফল করা হয়েছে। সুন্দরভাবে পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালনা করার জন্য কামাল হায়দার স্যারকে ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন : তিতুমীরে ইভিএমের প্রশিক্ষণ অনুষ্ঠিত

তিনি আরও বলেন, ‘পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী সিনিয়র ভাই বোন, সহপাঠী ও বিশেষভাবে নবীন ভাইবোনদের প্রতি ধন্যবাদ জানাই।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড