• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তিতুমীরে ইভিএমের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  জিটিসি প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, ১৩:৩৯
সরকারি তিতুমীর কলেজ
ইভিএমের প্রশিক্ষণে আগত ভোটাররা (ছবি : সংগৃহীত)

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের পূর্বপ্রস্তুতি হিসেবে শহরের বিভিন্ন স্কুল কলেজে ইভিএম মেশিনে দায়িত্বপ্রাপ্তদের প্রশিক্ষণ ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সরকারি তিতুমীর কলেজে ভোটারদের ইভিএম প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। এবারের প্রতিটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে ভোটারদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। এর লক্ষ্য ভোটের আগেই ভোটারদের দক্ষ করে তোলা।

এ ব্যাপারে পোলিং অফিসার মনজুরুল কাদের বলেন, ‘আমরা এখানে ভোটারদের কীভাবে ভোট দেবেন সেটির প্রশিক্ষণ দিচ্ছি। ভোটাররাও আগ্রহ নিয়ে তা দেখছেন, জানছেন। ইভিএমের মাধ্যমে একজন দুইবার ভোট দিতে পারবেন না কিংবা জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তাই ভোটাররা ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে আশ্বস্তও হচ্ছেন।’

আরও পড়ুন : নোবিপ্রবিতে ব্যবসায় প্রশাসনের শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন

তিনি আরও বলেন, ‘মেশিনে আঙ্গুলের ছাপ দিলে ভোটারের তথ্য আসে, এরপরই তারা ভোট দিতে পারেন। সাধারণ জনগণ যেন ভোট দিতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সে জন্য আমরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) প্রশিক্ষণ দিচ্ছি।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড