• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিক্ষার্থীদের জন্য নতুন বাস চাইলেন সাদ্দাম

  ঢাবি প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২০, ১৭:০০
ঢাবি
ডাকসু কোষাধ্যক্ষ বরাবর চিঠি (ছবি : দৈনিক অধিকার)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কোষাধ্যক্ষের নিকট নতুন বাস চেয়েছেন এজিএস সাদ্দাম হোসাইন।

রবিবার (২৬ জানুয়ারি) এক চিঠিতে তিনি এই আবেদন জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য বাস সংখ্যা মাত্র ৫০টি। যার মধ্যে ভাড়ায় চলে ৩৫টি বাস। এদিকে, শিক্ষার্থীদের কাছ থেকে বছরে আয় ৫ কোটি টাকা। যা দিয়ে পরিবহন খাতে প্রতিবছর কমপক্ষে ৩টি নতুন বাস যুক্ত হতে পারে। অথচ বছরে বিশ্ববিদ্যালয় বিআরটিসিকে ভাড়া বাবদ প্রায় সাড়ে ৮ কোটি টাকা দিচ্ছে। তবুও বিশ্ববিদ্যালয় বন্ধের দিনে ব্যবহার করলে নিয়মিত ভাড়া দিতে হয়।

সাদ্দাম বলেন, ‘আবাসিক সমস্যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯ শতাংশ শিক্ষার্থীকে অনাবাসিক অবস্থায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হয়। তবে শিক্ষার্থীদের তুলনায় বাসের সংখ্যা সীমিত থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়।’

ফলে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীদের বাসে দাঁড়িয়ে এবং ঝুলে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যা অত্যন্ত দুঃখজনক। তাই দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধানে ডাকসুর কোষাধ্যক্ষের সাহায্য চান সাদ্দাম।

আরও পড়ুন : নামে মিল থাকাই ছিল শাহীনের অপরাধ!

সাদ্দামের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা বলেন, ‘প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার সমাধানে সাদ্দাম অগ্রণী এবং সফল ভূমিকা পালন করবে বলে মনে করি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহায্য ছাড়া তা অসম্ভব। তাই প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধানের আহবান জানাই।’

ওডি/এমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড