• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবিতে র‍্যাগিং করলে শাস্তিমূলক ব্যবস্থা 

  বশেমুরবিপ্রবি প্রতিনিধি

২১ জানুয়ারি ২০২০, ২০:২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ছবি : সংগৃহীত)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কোনো শিক্ষার্থী র‍্যাগিং বা র‍্যাগিংয়ে প্ররোচিত করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিটিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে র‍্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। র‍্যাগিং স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত ও শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি করে। অত্র বিশ্ববিদ্যালয়ে কোথাও কোনো র‍্যাগিং করা যাবে না। কেউ র‍্যাগিং করলে বা র‍্যাগিং করতে প্ররোচিত করলে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন : কৃষিবিদ আবদুল মান্নানের মৃত্যুতে বাকৃবিতে ৩ দিনের শোক

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান দৈনিক অধিকারকে জানান, ‘বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা যাতে একটি সুন্দর পরিবেশ পায় এবং কোনো ধরনের নির্যাতনের শিকার না হয় সেটি নিশ্চিত করতেই এই বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে।’

ওডি/এমআরকে

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড