• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পিঠা উৎসবে মেতেছেন সোনারগাঁও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

  নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৭
শিক্ষার্থী পিঠা উৎসব

‘হিম হিম শীতের বাতাস, উষ্ণতা ছড়ায় পিঠাপুলির সুবাস’ - প্রতিপাদ্য নিয়ে সোনারগাঁও ইউনিভার্সিটিতে চলমান দুদিনব্যাপী পিঠা উৎসবের আজ (৩ ফেব্রুয়ারি) শেষ দিন।

এর আগে ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) এই উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসবে মোট ১১টি স্টলে হরেক স্বাদের পিঠার সঙ্গে সঙ্গে বাড়তি আনন্দ যোগ করেছে ঐতিহ্যবাহী ‘বায়োস্কোপ’। আলাদা আলাদা ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের উদ্যোগে আলাদা আলাদা স্টল বরাদ্দ রয়েছে। স্টলগুলোর নামও মনোমুগ্ধকর।

উৎসবের প্রধান অতিথি সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান বলেন, শিক্ষার্থীরা বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ভুলে না গিয়ে যাতে নিজের মধ্যে ধারণ করতে পারে সেজন্য আমাদের এই প্রয়াস। এত শিক্ষার্থীর উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত।

পিঠা- বায়োস্কোপ ছাড়াও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উৎসের প্রথম দিন। আজও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে এ উৎসব। শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে উঠেছে।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড