• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্ব ফার্মাসিস্ট দিবসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে র‍্যালি

  নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪১
বিশ্ব ফার্মাসিস্ট দিবসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে র‍্যালি
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত র‍্যালিতে উপস্থিত সদস্যরা (ছবি : দৈনিক অধিকার)

মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় পুরো বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছে, তখনও থেমে নেই ফার্মাসিস্টদের অক্লান্ত পরিশ্রম এবং কার্যক্রম। গেল ২৫ সেপ্টেম্বর ছিল ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২১’। মূলত দিবসটি উপলক্ষে তাদের সেই অবদানের প্রতি সম্মান জানাতে গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল ক্লাব কর্তৃক এবং ফার্মাসিউটিক্যাল সাইন্সেস অনুষদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে র‍্যালি আয়োজিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. এম ইসমাইল হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর এবিএম রাশেদুল হোসেন, ফার্মাসিউটিক্যাল সাইন্সেস অনুষদের চেয়ারম্যান ড. জিএম সায়েদুর রহমান, অনুষদের শিক্ষকবৃন্ধ, এলামনাই এসোসিয়েশন অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসির সভাপতি সোহেল বিন আজাদ অপু এবং অনুষদের সাবেক শিক্ষার্থীবৃন্ধ।

এদিন অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিল- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল সাইন্সেস অনুষদের চেয়ারম্যান ড. জি এম সায়েদুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল ক্লাবের উপদেষ্টা তাবিন্দা ইসলাম, ক্লাবের কার্যনির্বাহী সংসদের সভাপতি শাকিল আহমেদ শান, সহ সভাপতি আরিসা এনায়েত, সাধারণ সম্পাদক কাজী ফারিয়া ইসলাম, কোষাধ্যক্ষ নাসিহা তাহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহদি হাসান ফাহিমসহ অন্যান্য সদস্যবৃন্ধ।

এ সময় সহ সভাপতি আরিসা এনায়েত এবং সাধারণ সম্পাদক কাজী ফারিয়া ইসলামের উপস্থিতি ও দিক নির্দেশনায় ক্লাবের সদস্যবৃন্ধ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এরপর ক্লাবের পক্ষ থেকে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণের মাধ্যমে লোকজনকে সচেতন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, বিদেশে ফার্মাসিস্টদের যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়, সে তুলনায় আমাদের দেশে তা অনেকটাই বেমানান। আশা রাখি ভবিষ্যতে সেই সার্বিক পরিস্থিতি উন্নতির শিকড়ে ধাবিত হবে।

ফার্মাসিউটিক্যাল সাইন্সেস অনুষদের সম্মানিত চেয়ারম্যান ড. জিএম সায়েদুর রহমান ফার্মাসিস্টদের শুভকামনা জানিয়ে তাদের ভবিষ্যৎ উন্নতি সাধন নিয়ে পরিকল্পনা দেন।

‘অ্যালামনাই এসোসিয়েশন অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মেসি’ এর সভাপতি সোহেল বিন আজাদ অপু বলেন, ফার্মাসিস্ট দের একত্রে মিলেমিশে সম্মিলিতভাবে নিজেদের পেশাগত মানের উন্নতির দিকে সচেতন থাকতে হবে।

আরও পড়ুন : বিশ্বে পৌনে ৪৮ লাখ প্রাণ নিল করোনা

উল্লেখ্য, উক্ত অনুষদের সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং ক্লাব সদস্যদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আয়োজনটির সার্বিক অর্থায়নে ছিল ‘অ্যালামনাই এসোসিয়েশন অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসি’।

ওডি/কেএইচআর

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড