• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিএসইতে করোনা আতঙ্কে এক দিনে পতন ২৭৯ পয়েন্ট

  অর্থ-বাণিজ্য ডেস্ক

১০ মার্চ ২০২০, ১২:২৩
শেয়ারবাজার
শেয়ারবাজার (ছবি : ইন্টারনেট)

দেশের পুঁজিবাজারেও পড়েছে করোনা আতঙ্কের প্রভাব। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে এবং ৪৯৯ কোটি টাকা লেনদেন হয়েছে। যদিও পুরোটাই বিক্রির চাপে ছিল। গতকাল ডিএসইএক্স সূচকের সবচেয়ে বড় ২৭৯ পয়েন্ট পতন হয়। বাকি দুই সূচকেরও একই হাল। লেনদেনের শুরুতেই সূচকের পতন হলেও দুপুর ১২টার পর কিছুটা বাড়ে কেনার চাপ। এই বৃদ্ধি সত্ত্বেও টানা পতন হয়। একই চিত্র চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, ৯ মার্চ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭৯ দশমিক ৩২ পয়েন্ট বা ৬ দশমিক ৫১ শতাংশ কমে ৪ হাজার ৮ দশমিক ০৫ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৬৯ দশমিক ৭৯ পয়েন্ট বা ৬ দশমিক ৯৮ শতাংশ কমে ৯২৯ দশমিক ২৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮৮ দশমিক ৮৯ পয়েন্ট বা ৬ দশমিক ১৯ শতাংশ কমে ১ হাজার ৩৪৬ দশমিক ১১ পয়েন্টে অবস্থান করে।

এ দিন ডিএসইর বাজার মূলধন ১৭ হাজার ২৯১ কোটি টাকা কমে ৩ লাখ ১৪ হাজার ২১৯ কোটি ২৫ লাখ ৮৯ হাজার টাকায় দাঁড়িয়েছে। ডিএসইতে ৪৯৯ কোটি ৩৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হয়, যা আগের কার্যদিবসে ছিল ৪২৮ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে ৭০ কোটি ৪২ লাখ টাকা লেনদেন বেড়েছে। এ দিন ২০ কোটি ৯৯ লাখ ২৭ হাজার ১৪৫টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ৩৯২ বার হাতবদল হয়। এ দিকে লেনদেনকৃত ৩৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২টির দর বেড়েছে, ৩৫২টির দর কমেছে এবং ১টির দর অপরিবর্তিত ছিল।

গতকাল স্কয়ার ফার্মা টাকার অঙ্কে লেনদেনের শীর্ষ উঠে আসে। কোম্পানিটির ১২ টাকা ৩০ পয়সা দর কমে ১৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। এরপর গ্রামীণফোনের ১৫ টাকা ২০ পয়সা দর কমে ১৫ কোটি ২০ লাখ টাকা, লাফার্জহোলসিম বাংলাদেশের ৩ টাকা ৩০ পয়সা দর কমে ১১ কোটি ৮১ লাখ টাকা, সামিট পাওয়ারের ১ টাকা ৩০ পয়সা দর কমে ১০ ৪০ লাখ টাকা, সী পার্ল রিসোর্টের ১ টাকা দর বেড়ে ১০ কোটি ২৯ লাখ টাকা লেনদেন হয়। এছাড়া ব্র্যাক ব্যাংকের ৯ কোটি ৬০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৪৮ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ৮ কোটি, ভিএফএস থ্রেডের ৭ কোটি ৭৮ লাখ টাকা ও ওরিয়ন ফার্মার ৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

আরও পড়ুন : ২০০ পয়েন্ট নেই ১ ঘণ্টায়

এ দিকে ডিএসইর ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি গতকালের টপ টেন গেইনার। তবে দর বেড়েছে ৪ কোম্পানির। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির সাড়ে ৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্সিয়াল সার্ভিসেসের ৩ দশমিক ২২ শতাংশ, হাওয়েল টেক্সের দর৩ শতাংশ এবং সী পার্ল রিসোর্টের ১ দশমিক ৩৬ শতাংশ দর বেড়েছে।

আর ১০ শতাংশ হারে কমে প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, বীকন ফার্মা, সিভিও পেটোকেমিক্যাল, ইন্দোবাংলা ফার্ম, ন্যাশনাল টিউবস, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, পেনিনসুলা চিটাগং ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে আসে। দরপতনের ৩৫২টি কোম্পানির মধ্যে ২২০টি কোম্পানিরই ৯ শতাংশের বেশি হারে দরপতন হয়েছে।

ওডি/এওয়াইআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড