• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার হোয়াইট হাউসে করোনার থাবা

  আন্তর্জাতিক ডেস্ক

২১ মার্চ ২০২০, ১৫:২৭
যুক্তরাষ্ট্র
ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্বের অনেক দেশের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের পাশাপাশি এবার করোনার থাবা পড়েছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউসে। স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এর অফিসের এক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পেন্সের প্রেস সচিব কেটি মিলার এ তথ্য নিশ্চিত করেছেন।

কেটি মিলার বলেন, ভাইস প্রেসিডেন্টের অফিসের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সঙ্গে মাইক পেন্স কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারওই ঘনিষ্ঠতা ছিল না। তবে করোনা আক্রান্ত ওই ব্যক্তি আর কাদের সংস্পর্শে গেছেন তা খুঁজে বের করা হচ্ছে।

আরও পড়ুন : কলকাতায় আরও একজন করোনায় আক্রান্ত

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত দেশটিতে ১৯ হাজার ৭৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে মারা গেছেন ২৭৫ জন। করোনা প্রতিরোধে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে মার্কিন প্রশাসন। তারই অংশ হিসেবে ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক লকডাউন করে দেওয়া হয়েছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড