• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ম্যাজিস্ট্রেটের হাতে 'ভুয়া ম্যাজিস্ট্রেট' আটক

  নিজস্ব প্রতিবেদক

১৮ জুন ২০১৯, ২১:৫৬
ভুয়া ম্যাজিস্ট্রেট
ভুয়া ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া। (ছবি : সংগৃহীত)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের হাতে মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেট আটক হয়েছেন। তিনি প্রতারণার সময় হাতেনাতে আটক হন। পরে ওই ভুয়া ম্যাজিস্ট্রেটকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে গুলশান অ্যাভিনিউর একটি রেস্টুরেন্ট থেকে মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়াকে আটক করা হয়।

মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া নিজেকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার পরিচয় দিয়ে রেস্টুরেন্ট ম্যানেজারের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। রেস্টুরেন্ট ম্যানেজারের সন্দেহ হলে তাকে আটকে রাখেন এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারকে জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান।

পরে অভিযুক্ত মোহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়া স্বীকার করেন যে, তিনি প্রায় এক বছর ধরে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণা করছেন। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি দামী স্মার্ট ফোন ও একটি মানিব্যাগে ১১ হাজার টাকা জব্দ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতে মাহাম্মদ বিন জহির সুমন ভূঁইয়াকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যহত থাকবে।

ওডি/এসএইচএস

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড