• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

জালিয়াতি করে সৌদি যাওয়ার পথে ২ রোহিঙ্গা নারী আটক

  নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০১৯, ১২:৩৪
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ছবি : ফাইল ফটো)

বাংলাদেশের পাসপোর্ট জালিয়াতি করে সৌদি আরব যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৫ মে) ভোরের দিকে গ্রেফতার হওয়ার একজনের বয়স ৫৮ বছর, অন্য জনের বয়স ৬৩ বছর। পুলিশ জানায়, জালিয়াতি করে বাংলাদেশের পাসপোর্ট নেওয়ার পর বিদেশ পাড়ি দিতে উড়োজাহাজে ওঠার মুহূর্তে ধরা পড়েছেন তারা।

গ্রেফতারকৃত ওই দুই রোহিঙ্গা নারী ওমরাহ পালনের উদ্দেশ্যের কথা জানিয়ে সৌদি আরব যেতে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন ঢাকা নগর জোনের এসআই জাহিদ হাসান।

তিনি আরও জানান, বিমানে উঠার আগে তাদের আচরণে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসা করলে তারা অসংলগ্ন কথা বলে। তখন তাদের গ্রেফতার করা হয়।

গত মাসের মাঝামাঝিতে ঢাকা থেকে এই দুই নারীর পাসপোর্ট করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা । তিনি বলেন, পাসপোর্টে একজনের বাড়ি চট্টগ্রাম এবং অন্যজনের বাড়ি নারায়ণগঞ্জ দেখানো হয়।

ওডি/এআর

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড