• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

  হবিগঞ্জ প্রতিনিধি

২৩ মার্চ ২০১৯, ০৪:২৭
গৃহবধূ
গৃহবধূর মৃত্যু (ছবি : প্রতীকী)

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম শারমীন (২৩)। দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে মৃত্যু হলেও এটা হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।

শুক্রবার (২২ মার্চ) সকালে লাশটি সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এদিকে পিতার দাবি মেয়ের জামাই তাকে হত্যা করেছে। নিহত গৃহবধু চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের হাসারগাও গ্রামের জসিম মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের জসিম মিয়ার স্ত্রী এক সন্তানের জননী শারমীন বেগমকে গত রাতে ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। রাত ১২টায় স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানালে থানার এস আই হাবিব এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার করেন।

এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শারমীন এর পিতা ভিংরাজ মিয়া বাদী হয়ে স্বামীর নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। হত্যার অভিযোগে স্বামী জসিম মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়। নিহত শারমীন রানিগাও ইউনিয়নের কাইয়ারাগ গ্রামের ভিংরাজ মিয়ার কন্যা।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড