• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মোহাম্মদপুরে নকল ওষুধের বিরুদ্ধে অভিযান

  নিজস্ব প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৯
র‌্যাব
ছবি : সংগৃহীত

নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- এর একটি ভ্রাম্যমাণ আদালত।

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় শুরু হওয়া এই অভিযানে ছিলেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

মোহাম্মদপুর থানা এলাকার সোহরাওয়ার্দী হাসপাতাল সংলগ্ন কলেজ গেইট এলাকায় অন্তত ৩০টি ওষুধের ফার্মেসিতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) মহিউদ্দিন ফারুকী বলেন, ‘অভিযান শুরু করেছি। ইতোমধ্যে কয়েকটি দোকানে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এছাড়াও ভারতীয় সরকারি ওষুধ, যা ঐ দেশে বিনা মূল্যে বিতরণ করা হয়, তেমন ওষুধও পাওয়া গেছে।’

অভিযানের বিষয়ে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ‘দুটি দোকানে আদালতের কার্যক্রম পরিচালনা করেছি। সেখানে বেশকিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছি, কতগুলো নকল ওষুধ পেয়েছি। তাছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধে নতুন মেয়াদ বসানো হয়েছে। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দণ্ড ও জরিমানা করার প্রক্রিয়া চলছে।’

এজেড

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড