• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাঙ্গাইলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে যৌথ অভিযান

  টাঙ্গাইল প্রতিনিধি

১৪ নভেম্বর ২০১৮, ২০:২৪
গ্যাস
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলে সদর দেওলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ নভেম্বর) টাঙ্গাইল জেলা প্রশাসন ও টাঙ্গাইল তিতাস গ্যাস দিনব্যাপী এই যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করেছেন- টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান ও সুচি রানী সাহা।

নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে ওই এলাকার চারটি স্থানে বাসাবাড়িতে প্রায় ৪৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় গ্যাস সঞ্চালনের অবৈধ মালামাল জব্দ করা হয়।

তিনি বলেন, এভাবে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে। উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস টাঙ্গাইল শাখার সহকারী ব্যবস্থাপক তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড