• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইভ্যালির সিইও রাসেলের বাসায় অভিযান

  নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:২০
ইভ্যালির সিইও রাসেল
ইভ্যালির সিইও রাসেল (ছবি: সংগৃহীত)

ইভ্যালির সিইও রাসেলের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে এ অভিযান চালানো হয়।

র‌্যাবের দায়িত্বশীল এক সূত্র জানায়, বিকেলে তার বাসায় এ অভিযানে যায় এলিট ফোর্স।

এর আগে এদিন সিইও মো. রাসেল ও তার স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা দায়ের করেন এক গ্রাহক।

গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অনিন্দ তালুকদার জানান, আরিফ বাকের নামে ইভ্যালির একজন গ্রাহক অর্থ আত্মসাতের অভিযোগে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আরিফ বাকের গত ২৯ মে থেকে জুন মাস পর্যন্ত মোটরসাইকেলসহ বেশ কয়েকটি পণ্য অর্ডার করেন। এগুলো ৭ থেকে ৪৫ কার্যদিবসের মধ্যে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সমাধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইভ্যালির চেয়ারম্যান ও সিইওর বিরুদ্ধে মামলা

অফিসে গিয়ে তাদের প্রতিনিধিদের সাথে কথা বললে তারা খারাপ ব্যবহার করে। সিইও রাসেলের সাথেও দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। তার সাথে ইভ্যালি চরম দুর্ব্যবহার করেছে বলেও অভিযোগে বলা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো অভিযান চালাচ্ছে র‍্যাব।

ওডি/আজীম

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড