• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাণিজ্য মেলায় ২৮ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৪
বাণিজ্যমেলা
বাণিজ্যমেলার প্রধান ফটক (ছবি : সংগৃহীত)

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ২৮টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দাম বেশি রাখা, মিথ্যা বিজ্ঞাপনসহ বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠানকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরীক্ষক গবেষণাগার কর্মকর্তা রিয়াদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তর নিয়মিত বাণিজ্য মেলার স্টলগুলো মনিটরিং করছে। ২৮টি স্টলের বিরুদ্ধে ম্যাক্সিমাম রিটেইল প্রাইসের বেশি নেওয়া, এক পণ্য বলে অন্য পণ্য গছিয়ে দেওয়া, মিথ্যা বিজ্ঞাপন দেওয়ার মতো অভিযোগ পাওয়ায় এ অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া ভোক্তা অধিকারে দেওয়া ক্রেতাদের ৪৩টি লিখিত অভিযোগের সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন রিয়াদুল ইসলাম।

তিনি বলেন, ক্রেতাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭টি স্টলকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, গত বছরের তুলনায় এই বছর অভিযোগ কম। তার মানে ভোক্তারা আগের তুলনায় অনেক সচেতন।

উল্লেখ্য, গত ১ জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়। এর মধ্যে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন উপলক্ষে ১০ জানুয়ারি, সিটি নির্বাচন উপলক্ষে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মোট ৩ দিন মেলা বন্ধ ছিল। মেলা শেষ হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

ওডি/এমআই

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড