• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রিকেট ব্যাট দিয়ে ঢামেক কর্মচারীকে পিটিয়ে হত্যা

  নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০১৯, ১১:৩৪
ঢামেক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল (ছবি : সংগৃহীত)

তুচ্ছ ঘটনায় ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আমির হোসেন (৫০) নামে এক পিয়নকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি ঢাকা মেডিকেলের কিডনি বিভাগের পিয়ন ছিলেন।

রবিবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের ফটকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, নিহত আমির হোসেন শরীয়তপুরের জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় ইবরাহীম নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমির হোসেনের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।

আটক ইবরাহীমের বাবা পিআইডব্লিউতে চাকরি করেন। ধূমপান করা নিয়ে ইবরাহীম ও পিয়ন আমির হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ইবরাহীমের ধূমপান করার তথ্য তার বাবাকে আমির হোসেন বলে দিয়েছেন এই দোষারোপ করতেন তিনি। এ নিয়ে সকালে শহীদ মিনারের পাশে ইবরাহীম ও আমির হোসেনের মধ্যে বাদানুবাদ হচ্ছিল। একপর্যায়ে ইবরাহীম সঙ্গে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে আমির হোসেনের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে আমির হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ এসে ইবরাহীমকে আটক করে। এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওডি/টিএএফ

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড