• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কিশোরগঞ্জে অপহরণ, ১১ দিন পর গাজীপুরে কিশোর উদ্ধার

  অধিকার ডেস্ক    ২০ জুলাই ২০১৮, ১৫:৩৬

আটককৃত অপহরণকারী মো. নাসিরউদ্দিন

কিশোরগঞ্জ থেকে অপহরণের ১১ দিন পর অপহৃত কিশোরকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। একই সাথে আটক করা হয়েছে মূল অপহরণকারীকে।

শুক্রবার (২০ জুলাই) সকালে র‌্যাব-১ এর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার মহিউল ইসলাম জানান, গত ৮ জুলাই কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কামালপুর এলাকা থেকে মো. সবুজ নামে এক কিশোরকে একদল যুবক অপহরণ করে গাজীপুর নিয়ে আসে। অপহরণকারীরা সবুজের বাবার মোবাইল ফোনে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং দাবিকৃত অর্থ দেওয়া না হলে হত্যার হুমকিও দেওয়া হয়।

অপহৃত কিশোরের বাবার অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে টঙ্গীর মাছিমপুর এলাকার কছর মাষ্টারের বাড়িতে অভিযান চালিয়ে সবুজকে উদ্ধার করে। এ সময় মূল অপহরণকারী মো. নাসিরউদ্দিনকে আটক করা হয়।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড