• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যু

ছেলের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বাবার রিট

  অধিকার ডেস্ক

২৩ জুলাই ২০১৯, ১২:৩৪
সার্জেন্ট গোলাম কিবরিয়া
সার্জেন্ট গোলাম কিবরিয়া (ছবি : সংগৃহীত)

বরিশালে কর্মরত অবস্থায় কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন তার বাবা ইউনুস আলী শিকদার।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিহত কিবরিয়ার বাবার পক্ষে আইনজীবী মো. ফাইজুল্লাহ এই রিট আবেদন করেন।

এ বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মো. ফয়জুল্লাহ জানান, আজ রিটটি বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খাইরুল আলমের হাইকোর্ট বেঞ্চে উপস্থাপনের পর আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী রবিবার দিন ধার্য করেছেন।

গত ১৫ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় নগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়াকে একটি কাভার্ড ভ্যান চাপা দেয়। এ সময় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

রাত আটটার দিকে আহত কিবরিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ১৬ জুলাই বেলা ১১টা ৫৮ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত গোলাম কিবরিয়া (৩৫) মারা যান।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড