• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাওলানা ফারুকী হত্যা মামলার প্রতিবেদন জমার নতুন দিন ধার্য

  অধিকার ডেস্ক

১৮ জুন ২০১৯, ১২:৩৪
মাওলানা ফারুকী
মাওলানা নুরুল ইসলাম ফারুকী (ফাইল ছবি)

সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন আগামী ২৮ জুলাই নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ জুন) মামলার প্রতিবেদন দেওয়ার তারিখ ধার্য ছিল। এদিন পুলিশ তা জমা না দেওয়ায় ঢাকা মহানগর আদালতের বিচারক সুব্রত ঘোষ শুভ এ দিন ধার্য করেন।

হত্যা মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০১৪ সালের আগস্ট মাসের ২৮ তারিখ রাত ৯টার দিকে পূর্ব রাজাবাজারের দোতলা বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

হত্যার ঘটনার একদিন পর মাওলানা ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী বাদী হয়ে অজ্ঞাতনামা ৮/৯ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় বিভিন্ন সময় সন্দেহভাজন হিসেবে জেএমবি, আনসারুল্লাহ ও হুজির ১৩ সদস্যসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে ১২ জন এখনো কারাবন্দি রয়েছেন।

ওডি/এএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড