• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজ আবার রিমান্ডে

  অধিকার ডেস্ক    ২২ মে ২০১৯, ২২:৩২

অধ্যক্ষ সিরাজ উদ দৌলা
ফাইল ফটো

শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি মামলার একমাত্র আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আবার রিমান্ডে দিয়েছেন আদালত।

বুধবার (২২ মে) ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিরাজের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

এর আগে রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ সাতদিনের রিমান্ডে ছিলেন। রাফিকে যৌন হয়রানির ঘটনায় তার মা শিরিন আক্তার গেল ২৭ মার্চ সোনাগাজী থানায় অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে মামলা দায়ে করেন। ওইদিনই গ্রেফতার হন তিনি। এরপর ৬ এপ্রিল ওই মাদরাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে মামলা তুলে নিতে রাফিকে চাপ দেয় অধ্যক্ষের সহযোগীরা। মামলা তুলতে অস্বীকার করায় রাফির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। টানা পাঁচদিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মেয়েঠি।

এ ঘটনায় রাফির বড় ভাই মো. মাহমুদুল হাসান নোমান অধ্যক্ষ সিরাজসহ আটজনের নামে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। এ মামলায় সিরাজসহ ১২ জন আদালতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড