• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোমস্তাপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২০ মার্চ ২০১৯, ১৬:০২
আদালত
দণ্ডপ্রাপ্ত আসামিগণ (ছবি : দৈনিক অধিকার)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পূর্বজগত গ্রামের শামসুদ্দিন টগর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও তিনজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১২ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

বুধবার (২০ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এই দণ্ডাদেশ প্রদান করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তি হলেন- পূর্বজগত গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রবিউল ওরফে রবু (২৫)।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁর নেয়ামতপুর উপজেলার মঙ্গলতারা গ্রামের কাদের (২৭), শামসুল (৩০), শাম মোহাম্মদ (৫৭), আপেল (২০)।

দুই বছরের দণ্ড প্রাপ্তরা হচ্ছেন- মঙ্গলতারা গ্রামের এনামুল হক (৪৬) ও শরিফ (২৫) ও পূর্বজগত গ্রামের আইনাল হক (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বেগম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৩ সালের ২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার পথে শামসুদ্দিন টগরকে আসামিরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে। পরেরদিন ভোর ৬টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ওই দিনই নিহতের ভাই জমশেদ আলী বাদী হয়ে গোমস্তাপুর থানায় ২১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড