• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লার মামলায় খালেদার জামিন শুনানি ৭ জানুয়ারি

  অধিকার ডেস্ক    ২৫ নভেম্বর ২০১৮, ১৮:৩৯

খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ফাইল ছবি)

কুমিল্লার চৌদ্দগ্রামে জগমহরপুরে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আটজন পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়েছে। রবিবার (২৫ নভেম্বর) শুনানি শেষে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম শামছুল আলম আগামী বছরের ৭ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

কাইমুল হক রিংক জানান, খালেদা জিয়ার মামলার জামিন শুনানির তারিখ আদালত একাধিকবার পরিবর্তন করেছেন। যা অত্যন্ত দুঃখজনক। কুমিল্লার আদালতে খালেদাকে জামিনও দিচ্ছে না, নামঞ্জুরও করছে না। আমাদেরকে হাইকোর্টে যাওয়ার সুযোগও দিচ্ছে না আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড