• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ১৫ মার্চ

  নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২১, ১২:২১
খালেদা জিয়া
খালেদা জিয়া (ফাইল ছবি)

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

১১ মামলায় সোমবার (২২ নভেম্বর) খালেদা জিয়ার হাজিরা দেওয়ার দিন ধার্য ছিল। শারীরিকভাবে অসুস্থ থাকায় এদিন তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে তার আইনজীবী সময়ের আবেদন জমা দেন। এই আবেদন মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ ১৫ মার্চ পরবর্তী দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া।

উল্লেখ্য, ২০১৫ সালের প্রথমদিকে বিএনপির হরতাল চলাকালে দারুস সালাম থানায় ৮টি ও যাত্রাবাড়ী থানায় দু'টি মামলা দায়ের করে পুলিশ। এরপর ২০১৬ সালের প্রথমদিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে অভিযোগপত্র দাখিল করা হয়। এছাড়া এক ব্যক্তি রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন।

এসব মামলায় খালেদা জিয়া ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল ও সুলতান সালাউদ্দিন টুকু।

ওডি/নিমি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড