• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

হুদার বিরুদ্ধে দুদকের চার্জশিট

  আদালত প্রতিবেদক

০১ নভেম্বর ২০২১, ১৬:১৩
দুদক ও নাজমুল হুদা
দুদক ও নাজমুল হুদা (ছবি: সংগৃহীত)

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মিথ্যা মামলা করার কারণে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সম্প্রতি ঢাকার সিনিয়ার স্পেশাল জজ আদালতে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই চার্জশিটের গ্রহণের বিষয় শুনানির জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১ নভেম্বর) দুদকের ঢাকা মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় কর্মকর্তা জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের আমলে নাজমুল হুদার বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে উৎকোচ চাওয়ার অভিযোগ করে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় সিনহার বিরুদ্ধে মামলা করেন হুদা।

মামলার অভিযোগপত্রে সে সময় হুদা দাবি করেন, মামলাটি ডিসমিস করতে ২ কোটি টাকা এবং আরও একটি ব্যাংক গ্যারান্টির অর্ধেক অর্থাৎ এক কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করেন সিনহা। তবে দেড় বছরের তদন্তে নাজমুল হুদার এ অভিযোগের কোনো প্রমাণ পায়নি দুদক।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দেওয়া স্ববিরোধী: রিজভী

মিথ্যা অভিযোগ করায় ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি হুদার বিরুদ্ধে পাল্টা মামলা করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। আরেক পরিচালক মো. বেনজীর আহম্মেদকে এ মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

ওডি/আজীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড