• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাত কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মহব্বত আলী রিমান্ডে

  নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২০, ২১:৪০
গ্রেপ্তার
গ্রেপ্তার (ফাইল ফটো)

প্রায় সাত কেজি স্বর্ণসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার দুবাই থেকে আসা মহব্বত আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ডের এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আবু সাঈদ আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী মিজানুর রহমান খান রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

বুধবার (১৮ নভেম্বর) সকালে দুবাই থেকে আসা মহব্বত আলীর কাছ থেকে ৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারির এক পর্যায়ে সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা ফ্লাইট নং- ইকে-৫৮৩ এর মাধ্যমে আসা যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০ স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৬.৯০০ কেজি।

আরও পড়ুন : নতুন করোনা শনাক্ত ২৩৬৪, মৃত্যু ৩০

এ ঘটনায় কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা (প্রিভেনটিভ) তাবাচ্ছুম মুরাদ অপু মামলাটি দায়ের করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড