• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

এএসপি আনিসুল হত্যা : মাইন্ড এইডের পরিচালক ফাতেমা রিমান্ডে

  নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২০, ২০:২২
অধিকার
ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুন ময়নাকে চারদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে আসামি ফাতেমাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক মো. ফারুক মোল্লা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, গত শুক্রবার ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতকে ফাতেমা খাতুনের অসুস্থ হওয়া বিষয়টি অবহিত করেন মামলার তদন্ত কর্মকর্তা। একই সঙ্গে ফাতেমা খাতুনকে আদালতে হাজির করতে হাজতি পরোয়ানা ইস্যুর আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা। এরপর আদালত আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি চিকিৎসা শেষে সুস্থতা সাপেক্ষে আদালতে হাজির করতে নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন : এএসপি আনিসুল হত্যায় দুইজনের স্বীকারোক্তি

এর আগে ১০ নভেম্বর একই মামলায় গ্রেপ্তার ১০ আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই দিন আদাবর থানায় আনিসুল করিম শিপনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ফাইজুদ্দিন আহম্মেদ বাদী হয়ে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে তিন আসামি পলাতক রয়েছে। তারা হলেন, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. সাখাওয়াত হাসেন ও সাজ্জাদ আমিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড