• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিটি নির্বাচনের নথির জন্য আদালতে তাবিথ

  আদালত প্রতিবেদক

২৯ জুলাই ২০২০, ১৯:৪২
তাবিথ আউয়াল (ছবি : সংগৃহীত)
তাবিথ আউয়াল (ছবি : সংগৃহীত)

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সর্বশেষ মেয়র নির্বাচনে পোলিং এজেন্টদের স্বাক্ষরিত কেন্দ্রভিত্তিক ফলাফল সিটসহ নির্বাচনের যাবতীয় নথির অনুলিপির জন্য আদালতে আবেদন করলেন ওই নির্বাচনে পরাজিত বিএনপি দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

বুধবার (২৯ জুলাই) সিটি করপোরেশনের নির্বাচনি ট্রাইব্যুনাল ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ আবেদন করা হয়েছে। তাবিথ আউয়ালের আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

আইনজীবী জানান, গত ৫ ফেব্রুয়ারির পর থেকে বিভিন্ন সময়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে সব নথির সত্যায়িত অনুলিপি, ইভিএমে ব্যবহৃত কার্ডের তথ্য চেয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। সর্বশেষ ২১ জুলাই আবেদন দেওয়া হয়েছে। কিন্তু এসব আবেদনের সাড়া নেই নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার। একারণে আদালতে আবেদন করা হয়েছে।

তিনি বলেন, ওই নির্বাচনে ভোটগ্রহণে বিভিন্ন অনিয়ম করা হয়। যার প্রতিবাদ জানানো হয়েছিল সেসময়ই।

উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত মেয়র নির্বাচনে আওয়ামীগ প্রার্থী আতিকুল হকের কাছে পরাজিত হন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড