• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাপান গার্ডেনে কোরবানির কার্যক্রমে বাধা নেই

  আদালত প্রতিবেদক

২৮ জুলাই ২০২০, ১৩:২৭
জাপান গার্ডেন সিটি
মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি (ছবি: সংগৃহীত)

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে কোরবানির কার্যক্রমে কোনো বাধা নেই বলে আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার প্রথম সিনিয়র জজ আদালতের বিচারক কানিজ তানিয়া রুপা এ আদেশ দেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৫ জুলাই কোরবানির পশু প্রবেশ ও এ-সংক্রান্ত অন্যান্য কার্য সম্পাদন করা যাবে না বলে জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির সভাপতি এস এম শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম একটি নোটিশ জারি করেন।

এই নোটিশের বিরুদ্ধে ২৩ জুলাই জাপান গার্ডেন সিটির বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন শিশির আদালতে একটি নালিশি মামলা করেন।

এতে বলা হয়, মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব হচ্ছে ইদুল আজহা। পবিত্র ইদুল আজহা বা কোরবানির ইদ নামে এই উপমহাদেশে ধর্মীয় উৎসব যথাযথভাবে যুগ যুগ ধরে পালিত হচ্ছে। বিবাদীপক্ষ কোরবানির পশু প্রবেশ ও কার্য সম্পাদনে যে নোটিশ দিয়েছেন তা সম্পূর্ণ বেআইনি এবং বাদীসহ মুসলমানদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করার অপপ্রয়াস।

আরও পড়ুন : ক্রেস্ট সিকিউরিটিজের পলাতক পরিচালক গ্রেপ্তার

আদালত শুনানি শেষে কোরবানির পশু প্রবেশ ও কার্য সম্পাদনের আদেশ দিয়ে বলেন, আসন্ন ইদুল আজহা উপলক্ষে সরকারি নিদের্শনা ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানি পশু প্রবেশ ও কোরবানি কার্য সম্পাদন হতে বাধাগ্রস্ত করা থেকে বিবাদীদের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড