• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকার সিজেএমসহ দুই বিচারকের করোনা পজিটিভ 

  নিজস্ব প্রতিবেদক

২৫ জুন ২০২০, ২১:৩৬
অধিকার
ছবি : সংগৃহীত

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সৈয়দ মাসফিকুল ইসলাম সজীব ও একই আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) তাদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার সিজেএম আদালতের সব বিচারকদের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার এর ফলাফল আসে। এর মধ্যে সিজেএম মাসফিকুল ইসলাম সজীবসহ দুই বিচারকের ফলাফল পজিটিভ আসে।

তিনি আরও জানান, এই দুজন বিচারকই শারীরিকভাবে সুস্থ আছেন। তারা নিজ বাসাতেই আপাতত হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নেবেন।

গত সপ্তাহে সিজেএম আদালতের পেশকার হাবীব শেখের কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। এরপর আজ দুজন বিচারকের করোনা আক্রান্তের খবরে ওই আদালতের স্টাফসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার দেশে প্রথম কোনো বিচারক করোনা আক্রান্ত হয়ে মারা যান। ওই বিচারকের নাম ফেরদৌস আহমেদ। তিনি জেলা জজ পদমর্যাদায় লালমনিহাটের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ছিলেন।

গত ২৩ জুন সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, অধস্তন আদালতের ২৬ জন বিচারক, সুপ্রিম কোর্টের ২৬ কর্মচারী ও অধস্তন আদালতের ৭১ জন কর্মচারী এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরপর আজ ঢাকার দুজন বিচারকের করোনা আক্রান্তের খবর এলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড