• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

শরিয়ত বয়াতির জামিন কেন নয় : হাইকোর্ট

  আদালত প্রতিবেদক

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৮
শরিয়ত বয়াতি
হাইকোর্ট ও শরিয়ত বয়াতি (ছবি : সংগৃহীত)

টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেপ্তার হওয়া বাউল শরিয়ত বয়াতিকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে মামলার সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি এমদাদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আইনজীবী মনিরা হক মনি আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন।

এর আগে, গত ২৪ ডিসেম্বর মির্জাপুরের আগধল্লা গ্রামের বাউল শরিয়ত বয়াতি (৩৫) ঢাকার ধামরাইয়ে একটি বাউল গানের আসরে যান। সেখানে পালা গানে ইসলাম ও কোরআন হাদিস নিয়ে কিছু কথা বলেন। ইউটিউবে তার সে বক্তব্য ওই গ্রামের কিছু মানুষ দেখে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ এনে বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ করেন।

আরও পড়ুন : হাইকোর্টের কাঠগড়ায় বিয়ে, মুক্তি পাচ্ছে সেই ফিরোজ

এ ঘটনায় ৯ জানুয়ারি মাওলানা ফরিদুল ইসলাম বাদী হয়ে বাউলের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি মামলা করেন। এ মামলায় বাউলকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তিনি টাঙ্গাইলের আদালতে জামিন আবেদন করেন। আবেদনের শুনানি নিয়ে তার জামিন না মঞ্জুর করা হয়। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

ওডি/নূর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড