• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার সকলকে বদলি

  নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর ২০১৯, ১৩:৩২
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট (ছবি : সংগৃহীত)

সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় অনিয়মের অভিযোগ ওঠার একদিন পরেই বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

তার আদেশে মঙ্গলবার (৩ ডিসেম্বর) হলফনামা শাখার সকল কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আগের দিন আপিল বিভাগের একটি শুনানিতে প্রধান বিচারপতির ক্ষোভ প্রকাশের একদিন পরেই এ আদেশ দিল সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (২ ডিসেম্বর) আপিল বিভাগে একটি মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের হলফনামা শাখায় সিসি ক্যামেরা বসানোর পরও অনিয়ম রুখতে পারছি না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।

আপিল বিভাগের কার্যতালিকায় একটি মামলা ৩ নম্বর ক্রমিকে থাকার কথা থাকলেও বাস্তবে তা ৮৯ নম্বর ক্রমিকে দেখানোর বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তখন প্রধান বিচারপতি ক্ষুব্ধ স্বরেই বলে ওঠেন, ‘কী আর করব বলেন? সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে পারছি না।’

ওইদিন প্রধান বিচারপতির তাৎক্ষণিক আদেশে ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসানকে আপিল বিভাগে তলব করে কারণ জানতে চান। কিন্তু মামলার ক্রমিক ঠিক করা নিয়ে মেহেদী হাসানের ব্যাখায় সন্তুষ্ট হতে পারেননি প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। পরে ডেপুটি রেজিস্ট্রারকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।

ওডি/এমআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড