• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘রায়ে প্রমাণ হলো এমন অপরাধে ছাড় নেই’

  নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর ২০১৯, ১৮:৫০
আবদুল্লাহ আবু
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু (ফাইল ফটো)

ঢাকার বিমানবন্দর সড়কে শিক্ষার্থী রাজীব-দিয়ার মৃত্যুর ঘটনায় জাবালে নূর পরিবহনের চালকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দোষ প্রমাণ না হওয়ায় বাসের মালিক ও এক হেলপার এ মামলা থেকে খালাস পেয়েছেন।

রবিবার (১ ডিসেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় দেন।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু। তিনি বলেন, এ রায়ে প্রমাণ হয়েছে; এমন অপরাধে ছাড় নেই। এ ধরনের অপরাধ কেউ করলে পার পাবে না। কেউ অন্যায়ের শিকার হয়ে আদালতে এলে অবশ্যই প্রতিকার পাবেন।

বাস মালিককে খালাসের বিষয়ে রাষ্ট্রপক্ষ আপিল করবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, আমরা রায় পড়ব এবং বিশ্লেষণ করব। রায় পড়া শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এ রায়ে সার্বিকভাবে আমরা সন্তুষ্ট।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— দুই চালক মাসুম বিল্লাহ, জুবায়ের সুমন ও হেলপার কাজী আসাদ (পলাতক)। খালাসপ্রাপ্তরা হলেন— মালিক জাহাঙ্গীর আলম ও হেলপার এনায়েত।

নিহত আবদুল করিম রাজীব (১৭) শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। নিহত দিয়া খানম মিম (১৬) একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

ওডি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড