• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরিশালে চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে দুইজনের যাবজ্জীবন

  বরিশাল প্রতিনিধি

১৮ নভেম্বর ২০১৯, ২০:০৮
আদালত
দণ্ডিতদের মধ্যে মাসুদুর রহমান (ছবি : দৈনিক অধিকার)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ইদ্রিস মাঝি হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ দিকে, তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত দুইজন হলেন- ইকবাল মাহমুদ ও তার বোন জামাই মাসুদুর রহমান। তার মধ্যে ইকবাল মাহমুদ মামলার বিচার চলাকালীন জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম জাহাঙ্গীর হোসেন জানান, দণ্ডিতরা ২০১৫ সালের ১২ জুন সিঁদ কেটে ঘরের মধ্যে ঢুকে ইদ্রিস মাঝিকে কুপিয়ে জখম করে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন ছকিনা খাতুন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৮ মে মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুইজনকে উল্লেখিত দণ্ড দেওয়া হয়েছে।

ওডি/এএসএল

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড