• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নরসিংদীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

  নরসিংদী প্রতিনিধি:

২১ জুন ২০১৯, ০২:৪২
নরসিংদীতে মানববন্ধন
প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন। (ছবি : দৈনিক অধিকার)

নরসিংদীতে 'বিদ্যুতের রাক্ষসী প্রি-পেইড মিটার চাইনা', এ স্লোগানকে সামনে রেখে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। বৃহস্পতিবার (২০ জুন) পৌর শহরে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয় সংলগ্ন চৌয়ালায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা মোবারক ভূঞার সভাপতিত্বে উক্ত মানববন্ধনে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণী, পেশার লোকজন। এ সময় আগতরা শহরের প্রধান সড়কের দুই পাশে হাতে হাত রেখে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবি জানান।

এ দিকে মানববন্ধনে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে কঠোর হুশিয়ারী দিয়ে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আরমান, মুক্তিযোদ্ধা ছাদেকুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন, কৃষকলীগ নেতা শাহিন ভূইয়া, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারসহ প্রমূখ।

বক্তারা বলেন, 'প্রি-পেইড মিটারে বিল বেশী আসে। সামান্য ত্রুটি হলেই বিদ্যুৎ চলে যায়, প্রতি মাসে আগের মিটারের চেয়ে খরচ অনেক বেশী। মিটার লক হলে, আনলক করতে অতিরিক্ত টাকা গুনতে হয়।' তাই এই রাক্ষসী প্রি-পেইড মিটার প্রকল্প বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন তারা।

অপর দিকে মানববন্ধনের বিষয়ে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানাজার মো: ইউছুফ মিয়ার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর নির্বাচনি ইসতেহার বাস্তবায়নে প্রযুক্তিগত সেবার মানবৃদ্ধি করার লক্ষ্যে সারাদেশে প্রি-পেইড মিটার স্থাপন চলছে। নরসিংদীতে ও তা অব্যাহত আছে।'

আরও পড়ুন :- ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

জেলার পল্লী বিদ্যুৎ সমিতির এ কর্মকর্তা আরও বলেন, 'এই মিটারে কোনো বকেয়া থাকে না, অগ্রিম টাকা রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করতে হয়; আর তাই এর মূল্য একটু বেশী।' এ সময় আগের মিটারের তুলনায় প্রি-পেইড মিটার অনেক সাশ্রয়ী উল্লেখ করে তিনি গ্রাহকদের সকল অভিযোগকে ভিত্তিহীন বলেও মন্তব্য করেন।

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড