• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

টানা বৃষ্টিতে ফরিদপুর শহরে জলাবদ্ধতা

  হারুন আনসারী, ফরিদপুর

০৭ ডিসেম্বর ২০২১, ১০:১৮
ফরিদপুর
জলাবদ্ধ রাস্তা (ছবি : অধিকার)

ফরিদপুরে গত দুইদিন যাবত টানা বৃষ্টিতে শহরের বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরে প্রবেশের দ্বিতীয় প্রধান রাস্তা হাসিবুল হাসান লাবলু সড়কে পানিতে নিমজ্জিত হয়ে যায় বৃষ্টির পানিতে। ফুটপাতে নির্মাণ সামগ্রী ফেলে রেখে সড়কের পানি নিস্কাশনের ড্রেনের সংযোগমুখ আটকে যেয়ে এ দশার সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, হাসিবুল হাসান লাবলু সড়কের আলিপুর মোড় প্রান্তের সামান্য পথ পেরোলেই পুরো রাস্তা জুড়ে বৃষ্টির পানিতে নিমজ্জিত। যানবাহনগুলো পানির মধ্যেই চলাচল করছে। পথচারীরা এ পথে চলাচল করছেন না। গুরুত্বপূর্ণ এই সড়কের একপাশে নির্মাণ করা প্রশস্ত ড্রেনের ওপর চলাচলের ফুটপাতে বালি ও খোয়ার স্তুপ করে রাখা হয়েছে। ওই বালি বৃষ্টির পানিতে ধুয়ে ড্রেনের পানি অপসারণের মুখ আটকে গেছে।

সোমবার দুপুর তিনটার দিকে একজন দিনমুজরকে নিয়ে ওই ড্রেনের পানি নিস্কাশনের মুখ পরিস্কার করাতে দেখা যায় নির্মাণ সামগ্রীর ওই মালিককে। সড়কে চলাচলরত যান চালকেরা বলেন, বৃষ্টির মধ্যে পারতপক্ষে তারা এই বৃষ্টিতে এই সড়কে আর আসছেন না। এভাবে শহরের মাঝে গুরুত্বপূর্ণ সড়কের সংলগ্ন ড্রেনে এভাবে বালি রাখার বিষয়টি আগেই দেখা উচিত ছিলো বলেও তারা জানান। বৃষ্টিতে ধুয়ে বালি ড্রেনে জমছে। এতে ড্রেনের পানি নিস্কাশন ব্যাহত হচ্ছে। এছাড়া এই সড়কের বিপরীত দিকের ড্রেনের ওপর ফুটপাত নির্মিত হলেও সেখান দিয়ে জনসাধারণের চলাচলের উপায় নেই। আঁকাবাকা ওই ফুটপাতে পানির ছিটায় পথচারীরা চলতে পারেন না। স্বর্ণকার পট্টিতে রত্না জুয়েলার্সের সামনে দেখা গেলো মুজিব সড়কের পাশের ড্রেন উপচে বৃষ্টির পানি সংযোগ সড়ক হয়ে আসছে এই হাসিবুল হাসান লাবলু সড়কে। সেখানে সড়কের মাঝামাঝি গতিরোধকের পুরো একভাগ জুড়ে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়ক।

আরও পড়ুন : ইউপি নির্বাচন : খোকসায় ৪ চেয়ারম্যান ও ২২ মেম্বারের প্রার্থিতা প্রত্যাহার

এদিকে সোমবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ থানারোডেও জলাবদ্ধতা তৈরি হয়। নিউ মার্কেটের গেইট হতে থানার মোড় পর্যন্ত সড়কের ওই অংশ পানিতে তলিয়ে থাকতে দেখা যায়। এতে পথচারী ও যান চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয়। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ থানারোডসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, কবি জসিম উদদিন হলের পশ্চিমে নারী ও শিশু আদালত ভবনের সামনে পানি জমে থাকতে দেখা গেছে।

ওডি/এফই

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড