• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালায় জাওয়াদ’র প্রভাবে ফসলের ক্ষতির আশঙ্কা

  সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা)

০৬ ডিসেম্বর ২০২১, ১৯:০১
ঘূর্ণিঝড় জাওয়াদ
ঘূর্ণিঝড় জাওয়াদ (ছবি : সংগৃহীত)

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে শীতকালীন সবজি ও মৎস্য ঘেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রবিবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ ডিসেম্বর) সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষেরা ভোগান্তিতে পড়েছেন।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সাতক্ষীরা তালা উপজেলায় শীতকালীন সবজি, পেঁয়াজ, রসুন, টমেটো, মসুর ও গমসহ বিভিন্ন ফসলের খেতে পানি জমে ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

শীতকালীন সবজি চাষি রফিকুল ইসলাম জানান, শীতকালীন সবজির চাষ করেছিলাম। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কারণে সবজি খেতে পানি জমেছে। এখন লাভের পরিবর্তে লোকসান গুণতে হয় কি-না সেই দুশ্চিন্তায় আছি।

শাহাপুর গ্রামের জুলফিকার জানান, আগামী দু’একদিন পর থেকে বাড়তে পারে শীতের প্রকোপ। এ সময় এলাকার কৃষকদের ইরির বীজতলার ব্যাপক ক্ষতি হবে।

জেলা কৃষিখামার বাড়ি সূত্র জানায়, চলতি ২০২০-২১ শীতকালীন মৌসুমে জেলাতে ৯ হাজার ৫শ হেক্টর জমিতে সবজির চাষ হয়। এর মধ্যে তালাতে ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে।

তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, তালা উপজেলায় ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি ও সরিষা চাষ হয়েছে। ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে এসব ফসল ক্ষতির আশঙ্কায় রয়েছে।

আরও পড়ুন : নরসিংদীতে অন্তর হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেফতার ৫

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নুুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে কৃষকদের কী পরিমাণ ক্ষতি হয়েছে- তা জানতে মাঠে কাজ চলছে। ২-১ দিনের মধ্যে ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড