• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৌশলে ২৬ তক্ষক পাচার করতে গিয়ে ধরা

  কবির হোসেন, কাপ্তাই (রাঙামাটি)

০৩ ডিসেম্বর ২০২১, ২০:৩৬
আটক
তক্ষকসহ আটকরা। ছবি : অধিকার

প্লাস্টিকের বোতলে করে কৌশলে পাচারের সময় রাঙামাটি ঘাগড়া বন স্টেশন থেকে ২৬টি তক্ষকসহ দুইজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে তাদের রাঙামাটি আদালতে চালান করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে প্লাস্টিকের ৬টি বোতলে করে মোট ২৬টি তক্ষক পাচারের সময় গোপন সূত্রে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলো- রাঙামাটির কোতালিয়ার ওনদা মিয়াপাড়া এলাকার মো. শহিদ উল্লার ছেলে মুছা মিয়া (৪৫) ও একই এলাকার মো. মতিউর রহমানের ছেলে রুহুল আমিন (৩২)।

আরও পড়ুন : রাতের আঁধারে ব্রিজের নিচে লাশ ফেলে গেল দুর্বৃত্তরা

আটকের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ বন বিভাগের ঘাগড়া স্টেশন কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক অধিকারকে জানান, ৩ নম্বর বেঙ্গলের সহযোগিতায় পাচারকারীদের আটক করে হয়েছ। এ ঘটনায় দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামান শাহ (ডিএফও) নির্দেশে বন্যপ্রাণি আইনে মামলা দায়ের করে শুক্রবার বিকালে আটকদের রাঙামাটি আদালতে চালান করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ওডি/নিলয়

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড