• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

জামালপুরে এইচআইভি টেস্টিং ক্যাম্প শুরু

  তানভীর আহমেদ হীরা, জামালপুর

০১ ডিসেম্বর ২০২১, ২০:১৬
আলোচনা সভা (ছবি : অধিকার)

‘সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারি হবে শেষ’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে জামালপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এছাড়াও শুরু হয়েছে দুই দিনব্যাপী এইচআইভি টেস্টিং ক্যাম্প।

বুধবার (১ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সামনে স্ট্যান্ডিং র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান, জেলা তথ্য কর্মকর্তা শেখ মো. শহিদুল ইসলাম, বক্ষব্যাধি ক্লিনিকের মেডিক্যাল অফিসার স্বাগত সাহা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার খন্দকার বদরুল আলম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আনিছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা ধর্মীয় অনুশাসন, পারিবারিক শিষ্টাচার, পারস্পারিক সম্প্রীতি বজায় রেখে জীবন পরিচালনা করার আহবান জানান। সেই সাথে এইডস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, অনিরাপদ শারীরিক সম্পর্ক ও রক্তগ্রহন, মাদক সেবন পরিহার করার আহবান জানান।

আরও পড়ুন : দুই যুগেও শান্তি আসেনি পাহাড়ে

এদিকে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় এইডস, এসটিভি কন্ট্রোল, স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ডে দুই দিনব্যাপী এইচআইভি টেস্টিং ক্যাম্প শুরু করেছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড