• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বেনাপোল সীমান্তে স্বর্ণের বারসহ দুই কারবারি আটক

  জাহিরুল মিলন, শার্শা, যশোর

১৮ নভেম্বর ২০২১, ১৭:৪৪
আসামি
আটককৃত আসামিরা (ছবি : অধিকার)

বেনাপোলের পুটখালী সীমান্তে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে দুই কারবারিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মনজুর ই এলাহী জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর ২০২১ তারিখ ১০০০ ঘটিকায় সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ি বিজিবি চেক পোস্টের সামনে পাকা রাস্তা থেতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, পুটখালী পশ্চিমপাড়া গ্রামের মোক্তার আলীর ছেলে মো. লিটন মিয়া (২৮) এবং পুটখালী দক্ষিণপাড়া গ্রামের আলী কদর মন্ডলের ছেলে মো. শাহজাহান মন্ডল (৩২)।

জব্দকৃত ১২টি সোনার বারের আনুমানিক মূল্য ৯০ লক্ষ ৪০ হাজার ৭৭৮ টাকা।

আরও পড়ুন : ২৬ বছর ধরে স্কুলের নামফলকে জেলার নাম ভুল!

আটককৃত আসামিদ্বয়, সোনার বার এবং মোটরসাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড