• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাতক্ষীরায় ‘টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর গ্রাম’ শীর্ষক কর্মশালা

  মুশফিকুর রহমান রিজভি, সাতক্ষীরা

১৬ নভেম্বর ২০২১, ২১:২৪
স্বাস্থ্যকর গ্রাম্য মেলা
স্বাস্থ্যকর গ্রাম্য মেলা (ছবি : অধিকার)

সাতক্ষীরায় ‘টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর গ্রাম’ শীর্ষক কর্মশালা ও গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ম্যাক্স ফাউন্ডেশনের আয়োজনে ও এস.কে.এস’র সহযোগিতায় শহরের অদূরে লেকভিউ রিসোর্টে এই কর্মশালা ও স্বাস্থ্যকর গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে লেকভিউ রিসোর্ট চত্বরে ফিতা কেটে স্বাস্থ্যকর গ্রাম্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির। পরে রিসোর্টের তুফান কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় টেকসই উন্নয়নে স্বাস্থ্যকর গ্রাম শীর্ষক কর্মশালা। স্থানীয় সরকার মন্ত্রণালয় সাতক্ষীরার উপ-সচিব (ডিডিএলজি) মাশরুবা ফেরদৌস এতে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত। বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. রওশানারা জামান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিটি গ্রামকে স্বাস্থ্যকর করে তোলার কোনো বিকল্প নেই। এ জন্য সরকারি-বেসরকারি সংস্থাসহ স্বাস্থ্য বিভাগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন : বন কর্মকর্তাদের গাফিলতির কারণে হতাশায় দেড় হাজার বনপ্রহরী

কর্মশালা শেষে ‘হেলদি ভিলেজ’ গড়ে তোলার জন্য সাতক্ষীরার ৪টি উপজেলার ১৩টি ইউনিয়নকে হেলদি ভিলেজ সনদপত্র প্রদান করা হয়।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড