• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নদীতে বিষ প্রয়োগে মাছ শিকার, কারেন্ট জালসহ গ্রেফতার ৫

  এসএম ইউসুফ আলী, ব্যুরো প্রধান, ফেনী

১৬ নভেম্বর ২০২১, ১৯:০৩
৫ আসামি (ছবি : অধিকার)

ছোট ফেনী নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোররাতে জেলার সোনাগাজী উপজেলার বাঁশ বাজার ছাদেকের বাঁধ নামক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী গ্রামের নুর আহম্মদের ছেলে আনোয়ার হোসেন, লাল মোহন মজুমদারের ছেলে মিঠুন চন্দ্র মজুমদার, সাহাব উদ্দিনের ছেলে আবু তাহের, সেকান্তর মিয়ার ছেলে কামাল উদ্দিন এবং রুহুল আমিনের ছেলে মনির হোসেন।

জানা যায়, গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ মাছ শিকারীচক্র ছোট ফেনী নদীতে বিষ প্রয়োগ করে রাতের বেলায় কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ঘটনাস্থলে হাজির হয়ে ওই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ৩৫০ ফুট কারেন্ট জাল, দুই বোতল কীটনাশক, ১টি টর্চলাইট, ১টি নৌকা ও কয়েকটি বালতি উদ্ধার করা হয়।

আরও পড়ুন : বন কর্মকর্তাদের গাফিলতির কারণে হতাশায় দেড় হাজার বনপ্রহরী

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাদেরকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড