• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শেরপুরে সিএনজি চালককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

  শাকিল মুরাদ, শেরপুর

১৬ নভেম্বর ২০২১, ১৮:৪৮
মানববন্ধন
মানববন্ধন (ছবি : অধিকার)

শেরপুরের শ্রীবরদীর সিএনজিচালক ওয়াজ উদ্দিন ওরফে ফকির আলীকে মারধরের প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে উপজেলা সিএনজি চালক শ্রমিক ও মালিক শ্রমিক যৌথ সমিতির আয়োজনে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আওয়ামী লীগ, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা সিএনজি চালক শ্রমিকের সভাপতি হারুনুর রশিদ কাতানী, মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিষ্টার, শ্রমিক সংগঠনের নেতা সুলতান মিয়া, রাসেল আহম্মেদ প্রমুখ।

আরও পড়ুন : বন কর্মকর্তাদের গাফিলতির কারণে হতাশায় দেড় হাজার বনপ্রহরী

বক্তারা বলেন, গত ১৪ নভেম্বর সকালে জেলা শহরের খোয়ারপাড় থেকে যাত্রী নিয়ে শ্রীবরদীর উদ্দেশে যাত্রা দেয় শ্রীবরদীর সিএনজিচালক ওয়াজ উদ্দিন ওরফে ফকির আলী। এ সময় জেলা সিএনজি স্টেশন পার হতেই অতর্কিতভাবে জিকির মিয়া, সাদি মিয়া ও হৃদয় মিয়াসহ কয়েকজন ফকির আলীর ওপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানান তারা।

ওডি/এএম

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড