• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদপুর সদরের ৯ ইউপির সবগুলোতে নৌকার জয়

  শিহাবুদ্দীন সেলিম, চাঁদপুর

১২ নভেম্বর ২০২১, ১৩:০২
চাঁদপুর সদরের ৯ ইউপির সবগুলোতে নৌকার জয়
জয়ী প্রার্থীরা । ছবি : অধিকার

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সবগুলোতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা। নির্বাচনে বেসরকারি ফলাফল এর ভিত্তিতে দেখা যায় ১নং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) প্রতিকে বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম ১১ হাজার ৬৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (হাতপাখা) প্রতীক অজিউল্লাহ সরকার পেয়েছেন ১৫১১ ভোট এবং স্বতন্ত্র খোরশেদ আলম (আনারস) প্রতীক পেয়েছেন ৭৭৮ ভোট।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বেসরকারিভাবে ফলাফলটি ঘোষণা করা হয়।

২নং আশিকাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী (নৌকা) প্রতিকে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটোয়ারী ৬ হাজার ৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতপাখা প্রতীকের চেয়ারম্যারপ্রার্থী মাসুদ গাজী পেয়েছেন ৩ হাজার ৯২২ ভোট এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন চশমা প্রতীকে পেয়েছেন ৭২৫ ভোট।

৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) প্রতিকে মাসুদুর রহমান নান্টু ৫ হাজার ৬৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী স্বপন মাহমুদ (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪১৫ ভোট, (হাতপাখা) প্রতীক মো. শাহ জামাল গাজী ৯৪২ ভোট, স্বতন্ত্র মো. রফিকুল ইসলাম ( আনারস) প্রতিকে ২ হাজার ১৩১ ভোট।

৬নং মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে (নৌকা) প্রতীকে মো. নুরুল ইসলাম ৭ হাজার ৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র আবু জাফর মো. সালেহ (আনারস) প্রতীকে পেয়েছেন ৪৭০ ভোট এবং (হাতপাখা) প্রতীক আজহারুল ইসলাম পেয়েছেন ৩৫৭ ভোট।

৮নং বাগাদী ইউনিয়নে (নৌকা) প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল ৮ হাজার ৯৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (চশমা) প্রতীক মো. বরকত উল্ল্যাহ খান পেয়েছেন ৩ হাজার ২৭৯ ভোট, (হাতপাখা) প্রতীক মো. নেয়ামত উল্লাহ পেয়েছেন ১ হাজার ১৭৯ ভোট, (আনারস) প্রতীক মানিক মিয়া ৫৩২ ভোট, জাকের পার্টির মুনসুর বেপারী (গোলাপ ফুল) প্রতীক পেয়েছেন ১৬১ ভোট।

৯নং বালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) প্রতীক রফিক উল্যাহ মাস্টার ৭ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (হাতপাখা) প্রতীক মো. নুরুদ্দিন খান ২ হাজার ২০৩ ভোট, স্বতন্ত্র (টেলিফোন) প্রতীক হাফিজুর রহমান ২ হাজার ৩৭৬ ভোট, (আনারস) মোঃ জাহাঙ্গীর হোসেন তফাদার ৩১ ভোট, (মটর সাইকেল) মো. কামরুল হাসান খান ৫৩, (চশমা) প্রতীক গাজী মো. মাসুদ রায়হান ২ হাজার ২৫৫ ভোট, বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম (টেবিল ফ্যান) ২৬ ভোট পেয়েছেন।

১২নং চান্দ্রা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা) প্রতিকে বর্তমান চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী ৯ হাজার ৮৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (হাতপাখা) প্রতীক মাও. মো. মজিবুর রহমান মিয়াজী ২ হাজার ১৪১ ভোট, স্বতন্ত্র (ঘোড়া) প্রতীক মুকবুল ১৬৩ ভোট, আব্দুর রহমান বেপারী (আনারস) ২ হাজার ৯৫৩ ভোট পেয়েছেন।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে চাঁদপুরের ৯ ইউনিয়নে ভোট গ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে চাঁদপুরের ৯টি ইউনিয়নে মোট ৩৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ২৭৫ জন, সংরক্ষিত সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন : উখিয়ায় ইউপি নির্বাচনে নৌকা ৩, স্বতন্ত্র এক প্রার্থীর জয়

দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চাঁদপুর সদর উপজেলার নয়টি ইউনিয়নের নির্বাচন শান্তি পূর্ণভাবে সমাপ্ত হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড