• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ: দুই আসামির আদালতে স্বীকারোক্তি

  এস এম ইউসুফ আলী, ব্যুরো প্রধান (ফেনী)

২৫ অক্টোবর ২০২১, ১১:৫৮
হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ: দুই আসামি আদালতে স্বীকারোক্তি
ফাইল ছবি

ফেনীতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার তৌহিদুল ইসলাম জিদান (১৯) ও ফেনীর সোনাগাজী উপজেলার বড়হালিয়া গ্রামের গোলাম মোরশেদ খান (২০)।

রবিবার (২৪ অক্টোবর) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে জবানবন্দি দেন তারা।

এ সময় গ্রেফতারকৃত দুই আসামি হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বেশ কয়েকজনের নামও প্রকাশ করেছে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফেনী মডেল থানার এসআই এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তারা বেশ কিছু গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে। যা মামলা তদন্তে ও ঘটনার মূল নায়কদের চিহ্নিত করতে সহায়তা করবে।

আরও পড়ুন : তিন হাজার টাকায় মেলে সহযোগী মুক্তিযোদ্ধার সনদ

প্রসঙ্গত, ফেনীতে গত ১৫ অক্টোবর রাতে শহরের কালীপাল গাজীগঞ্জ মহা প্রভুর আশ্রম-মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একইদিন শহরের ট্রাংক রোডে বড় মসজিদের সামনে দফায় দফায় সংঘর্ষে হয়। এরপর ওই দু'টি ঘটনায় দায়েরকৃত মামলায় জিদান ও গোলাম মোরশেদ আটককে করা হয়।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড